Kolkata News: প্লাস্টিক-বিধি ‘অমান্য’ শহরে? নিয়ম না মানলে বড় অঙ্কের টাকা জরিমানা | Bangla News
প্লাস্টিকের প্যাকেট বা ক্যারিব্যাগে কত মাইক্রন পুরু হতে হবে, তার মাপ নির্দিষ্ট করা আছে। তা সত্ত্বেও পরিবেশ দিবসে দেখা গেল, অনেক দোকানেই বিধি মানা হচ্ছে না। কলকাতার পুলিশ কমিশনার থেকে তৃণমূলের সাংসদ-অভিনেতা, সচেতনার বার্তা দিলেও তাতে আম জনতার হুঁশ ফিরছে কই?