নতুনরূপে কলকাতা পুলিশের ‘বন্ধু’ অ্যাপ। পথেঘাটে বিপদে পড়লেই চাপতে হবে একটি বটন। তাহলেই ফোন যাবে ১০০ নম্বরে। ঘটনাস্থলে পৌঁছবে পুলিশ।