নোভেল করোনা নিয়ে প্রচার চালাতে পথে নামল কলকাতা পুলিশ
Continues below advertisement
পুলিশ কমিশনারের নির্দেশে নোভেল করোনা নিয়ে প্রচার চালাতে পথে নামল কলকাতা পুলিশ। বিভন্ন থানা এলাকায় সতর্কতামূলক প্রচার। ভবানীপুর থানায় এলাকায় সকাল থেকে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে পুলিশ। পাশাপাশি ভবানীপুর ও কালীঘাট এলাকায় সুইমিং পুল ও মাল্টি জিমগুলি ৩০শে মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ।
Continues below advertisement
Tags :
Bhowanipur Police Station Awareness Campaign Coronavirus In India Coronavirus Symptoms Kolkata Police Abp Ananda Coronavirus