Poppy Seeds Price: কলকাতায় আরও দামি পোস্ত, ১ কেজির দাম ছাড়াল ২ হাজার টাকা!

Continues below advertisement

পেট্রোল (Petrol Pirce) সেঞ্চুরি। ভোজ্য তেলও দুশো ছুঁয়েছে। এবার খুচরো বাজারে দু’হাজার টাকা পেরিয়ে গেল পোস্তর (Poppy Seeds) কেজি। তিন মাসে পোস্তর দাম দ্বিগুণ বেড়েছে। দামের ছ্যাঁকায় পোস্ত কেনা ভুলতে বসেছেন খাদ্যরসিকরা। আগুনে দামের জন্য কেন্দ্রের নীতিকে দায়ী করেছেন পাইকারি ব্যবসায়ীরা।

পোস্তবাটা, পোস্তের বড়া, আলুপোস্ত খেয়ে যাঁরা তৃপ্তির ঢেকুর তুলতেন দামের জ্বালায় মন ভাল নেই সেইসব খাদ্যরসিকদের। কিনবেন কী? খুচরো বাজারের পোস্তর কেজি ২ হাজার টাকা ছাড়িয়েছে। অথচ মাস তিনেক আগে তা ছিল ১৪০০ টাকা। পেট্রোল-ডিজেলের দামের ছ্যাঁকায় নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। ভোজ্য তেলের দামও ক্রমশ চড়ছে। কিন্তুর পোস্তর দামের রকেট গতির কাছে সবকিছু পিছিয়ে পড়েছে। পোস্ত পাতে রাখা এখন বিলাসিতার সামিল। কেন ধরা-ছোঁয়ার বাইরে চলে গেল পোস্ত? পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, কেন্দ্রের নীতির জন্য পোস্তর স্বাদ থেকে বঞ্চিত আমআদমি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram