Post Poll Violence: ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় আদালতে মুখবন্ধ খামে রিপোর্ট পেশ সিটের| Bangla News

Continues below advertisement

ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় আদালতে রিপোর্ট পেশ রাজ্যের গঠিত সিটের। মুখবন্ধ খামে রিপোর্ট পেশ সিটের (SIT)। 'মানবাধিকার কমিশনের বিশেষ কমিটির কাছ থেকে এসেছে ৬৮৯টি মামলা। তার মধ্যে ৪০টি মামলা দেওয়া হয়েছে সিবিআইকে (CBI)। ৫৮৫ টি মামলায় চার্জশিট গঠন করেছে সিট। সিবিআইয়ের ফেরত পাঠানো দুটি মামলার তদন্ত চলছে। চার্জশিট পেশ হলেও বহু অভিযুক্ত এখনও ফেরার। তাদের গ্রেফতার করা সম্ভব হলে, আরও তথ্য পাওয়া যাবে।' রিপোর্টে জানিয়েছে সিট, খবর সূত্রের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram