Vaccination Camp: বেসরকারি হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগেই ভ্যাকসিনেশন ক্যাম্প, নির্দেশ রাজ্যের

Continues below advertisement

ভুয়ো আইএএস ( Fake IAS) দেবাঞ্জন দেব (Debanjan Deb) পুলিশের জালে ধরা পড়ার পর বড়সড় প্রতারণার (Fake Vaccination Camp Scam) বিষয়টি প্রকাশ্যে এসেছে। পর্দা ফাঁস হয়েছে খাস কলকাতার বুকে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পের। এই অবস্থায় সরকারি অথবা বেসরকারি হাসপাতাল ছাড়া অন্য কেউ ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করতে চাইলে কী কী নিয়ম মেনে চলতে হবে সেই সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সোমবার ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দেবাঞ্জন দেব সম্পর্কে মুখ খুললেন মমতা। নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "সব নকল করেছে সে। এটা সরকারের কাজ নয়। সাধারণ মানুষকে সতর্ক হতে হবে। মানুষের জীবন নিয়ে যারা খেলে তারা জঙ্গিদের থেকেও ভয়ঙ্কর। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নিয়েছি। বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে। আমি নিজে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। এই বিষয়ে কোনও অজুহাত দেখানো যাবে না। যাঁরা তাঁকে সাহায্য করেছে তাঁরাও রেহাই পাবেন না। এই বিষয়ে আমরা সব ধরনের কড়া পদক্ষেপ নিতে তৈরি। যাঁদের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল সকলের নাম জোগাড় করা হয়েছে। স্বাস্থ্য দফতর তাঁদের শরীরের দিকে নজর রাখছে। তাঁদের আবার ভ্যাকসিন দেওয়া যাবে কি না তা ঠিক করবে বিশেষজ্ঞ কমিটি। মিমির শরীর খারাপ, আমরা ওকে নিয়ে চিন্তিত। আমার ধিক্কার জানানোর ভাষা নেই। এই ধরনের প্রতারকদের কাছ থেকে দূরে থাকুন। কেউ আমার সঙ্গে ছবি তুলে নিল মানেই আমি তাঁকে চিনি এমন নয়। বিজেপি (BJP) আগে ওদের বিরুদ্ধে অভিযোগগুলির তদন্ত সিবিআই (CBI) দিয়ে করাক।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram