Kolkata Property Tax: শহরে বাড়তে চলেছে সম্পত্তি কর
শহরে এবার বাড়তে চলেছে সম্পত্তি কর। ১০ থেকে ১৫ শতাংশ হারে বাড়বে সম্পত্তি কর, কলকাতা পুরসভা সূত্রে খবর। সম্পত্তি কর অনুযায়ী কলকাতাকে ৭টি বিভাগে ভাগ করা হয়েছে
২ থেকে ৮ টাকা পর্যন্ত কর বাড়তে চলেছে। 'বিলাসবহুল আবাসনের ক্ষেত্রে প্রযোজ্য সর্বোচ্চ সম্পত্তি কর' 'স্ট্যান্ড অ্যালোন ফ্ল্যাটের ক্ষেত্রে প্রযোজ্য হবে না সর্বোচ্চ সম্পত্তি কর',,জানালেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। ২০১৭ সালের পর এবার বাড়তে চলেছে সম্পত্তি কর