PSC Agitation: অবিলম্বে নিয়োগের দাবিতে PSC অফিসের সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের।Bangla News
Continues below advertisement
মুদিয়ালিতে পিএসসি অফিসের সামনে খাদ্য দফতরের ফুড সাব ইন্সপেক্টর পদের চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়াল। চাকরিপ্রার্থীদের দাবি, এর আগে আইনি জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছিল। তারপর জটিলতা কাটলেও নিয়োগ হয়নি বলে দাবি চাকরিপ্রার্থীদের। অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরুর দাবিতে আজ সকালে পিএসসি অফিসের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। প্রচণ্ড গরমে বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন কয়েকজন চাকরিপ্রার্থী।
Continues below advertisement
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Mudiali এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ PSC Protest PSC Applicants Protest PSC Office PSC Agitation পিএসসি চাকরিপিরার্থীদের বিক্ষোভ PSC Applicants