Puja in Mamata Banerjee's House: ভোটের দিন ঘোষণার দিন মুখ্যমন্ত্রীর বাড়িতে জগন্নাথ পুজো, যজ্ঞে আহুতি অভিষেকের

Continues below advertisement

মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে জগন্নাথ (Jagannath) পুজোর আয়োজন করা হল শুক্রবার। পুজোর যজ্ঞে সংকল্প করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মুখ্যমন্ত্রীর (CM) বাড়িতে বছরে দুইবার করে এই পুজো করা হয়। উপস্থিত রয়েছেন পুরীর (Puri) জগন্নাথ মন্দিরের পুরোহিত। নির্বাচনের (Election) দিন ঘোষণার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই পুজো আয়োজন করার মধ্যে রাজনৈতিক বিষয় যুক্ত থাকতে পারে বলে জল্পনা রাজনৈতিক মহলে। এবার নির্বাচনে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি তৃণমূল কংগ্রেসের (TMC)। এই নিয়ে বিরোধী দলগুলির দিকে বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন ঘাসফুলের (Trinamool) নেতারা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ভোটযুদ্ধে জয়লাভের আশায় ভগবানের স্মরণ নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram