R G Kar: অচলাবস্থার ১৪ দিন, আরজিকরের জরুরি বিভাগ থেকে রোগী ফেরানোর অভিযোগ | Bangla New

Continues below advertisement

বৈঠকে কাটল না জট। অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত অনড় আরজিকর হাসপাতালের আন্দোলনরত পড়ুয়াদের। "আশা করি ইতিবাচক সিদ্ধান্ত নেবে।" মন্তব্য স্বাস্থ্য দফতরের তৈরি করা কমিটির। 

এই অচলাবস্থা আজ ১৪ তম দিনে পড়ল। ফলে স্বাভাবিকভাবে ব্যাহত হচ্ছে আরজিকরের চিকিৎসা পরিষেবা। জরুরি বিভাগ থেকে রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অন্য হাসপাতালে তাঁদের রেফার করা হচ্ছে বলে অভিযোগ। 

শুক্রবার বাংলাদেশে অশান্তির ঘটনায় ৪০০০ জনের বিরুদ্ধে ৩টি মামলা রুজু করল পলটন, রমনা এবং চকবাজার থানার পুলিশ। বহু অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বাংলাদেশে অশান্তি নিয়ে আজ ফের সরব হয়েছে ইসকন কর্তৃপক্ষ। ইসকনের তরফে আজ পার্ক সার্কাসে বাংলাদেশে ডেপুটি হাইকমিশনের সামনে প্রতিবাদ জানানো হয়েছে। অশান্তির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপের দাবি করেছেন কলকাতা ইসকনের সহ সভাপতি রাধারমন দাস। সেই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চ যতক্ষণ না পর্যন্ত সরব হচ্ছে ততক্ষণ পর্যন্ত সামগ্রিক মীমাংসা হবে না এমনটাই মনে করছে ইসকন। এদিন সকালে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার নিউটাউনে ইসকনের গোসালায় যান। সেখানে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করেন ইসকন কর্তৃপক্ষের সঙ্গে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram