Rabindra Sarobar: 'রবীন্দ্র সরোবরের জলে অক্সিজেনের মাত্রা কম', রিপোর্ট দিল মৎস্য দফতর| Bangla News

মরা মাছ ভেসে ওঠার ঘটনায় রবীন্দ্র সরোবরের জলের নমুনা পরীক্ষার রিপোর্ট দিল মৎস্য দফতর। কেএমডিএ-কে (KMDA) দেওয়া সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে সরোবরের দুই জায়গায় অক্সিজেনের মাত্রা কম মিলেছে। পরিস্থিতিতে জলের উপর ৩টি ফাউন্টেন বসিয়েছে কেএমডিএ। ফাউন্টেন বসানো নিয়ে আপত্তি তুলেছে রোয়িং ক্লাব।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola