যাত্রী স্বাচ্ছন্দ বাড়াতে কলকাতা স্টেশনে তৈরি হলো অত্যাধুনিক লাউঞ্জ। আন্তর্জাতিক মানে লাউঞ্জে রয়েছে অত্যাধুনিক ব্যবস্থা মিলবে ম্যাসাজ চেয়ার, ফিস স্পার মতন পরিষেবা।