Rashid Khan: সঙ্গীতশিল্পী রাশিদ খানকে খুনের 'হুমকি', ধৃত প্রাক্তন গাড়ির চালক-সহ ২ | Bangla News

সঙ্গীত শিল্পী রাশিদ খানের থেকে ৫০ লক্ষ টাকা তোলা 'চেয়ে' ফোন। টাকা না পেলে প্রাণনাশের 'হুমকি'। উৎসবের মরশুমে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল কলকাতায়। শেষে পুলিশের জালে সঙ্গীতশিল্পীর প্রাক্তন চালক ও ক্লিনার। ঠিক কী ঘটনা ঘটেছিল? রাশিদ খানের অভিযোগ, কয়েকদিন আগে তাঁকে হোয়াটসঅ্যাপ কল করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বলা আছে বাড়ির সামনে স্নাইপার তাক করে বসে আছে। বেরোলেই গুলি করা হবে। এমন কী টাকা না পেলে ড্রোন নিয়ে হামলা চালানো হবে বলেও হুমকি দেওয়া হয়। রাশিদ খানের দাবি, কয়েকদিন আগে তাঁর বড় মেয়ের কাছে প্রথম হুমকি ফোনটি আসে। তারপর একাধিকবার ফোন করে হুমকি দেওয়া হয় সঙ্গীতশিল্পীর পরিবারের দাবি। প্রথমে ৫০ লক্ষ টাকা তোলা চাওয়া হলেও পরেতা কমে হয় ২০ লক্ষ টাকা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola