Rashika Jain Death: রসিকা জৈনের রহস্যমৃত্যুর ঘটনায় মৃতার স্বামীকে গ্রেফতার করল সিট

Continues below advertisement

আলিপুরে রসিকা জৈনের রহস্যমৃত্যুর ঘটনায় প্রায় দেড়বছর পর স্বামীকে গ্রেফতার করল সিট। হাইকোর্টের পর গতকাল সুপ্রিম কোর্টেও খারিজ হয় রসিকার স্বামী কুশল আগরওয়ালের আগাম জামিনের আবেদন। এরপরই আলিপুর থেকে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশের সিট। হাইকোর্টের নির্দেশে দময়ন্তী সেনের নেতৃত্বে সিট গঠন করা হয়। প্রথম বিবাহবার্ষিকীর কয়েকদিন পর, ২০২১-এর ১৬ ফেব্রুয়ারি, আলিপুরে শ্বশুরবাড়িতে রসিকা জৈনের মৃত্যু হয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram