Baghbazar Balaram Basu Rath Yatra: এবারও ভক্তশূন্য বাগবাজার বলরাম বসুর বাড়ির রথযাত্রা

Continues below advertisement
গত বছরের মতো এই বছরেও বাইরের মানুষের প্রবেশ নিষেধ বাগবাজারের বলরাম বসুর বাড়ির রথযাত্রা (Rath Yatra 2021) অনুষ্ঠানে। এই রথ নিজে হাতে টেনেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। আজ পুজোর পরে বলরাম বসুর বাড়ির দোতলার বারান্দায় এই রথ টানা হবে।

হুগলি জেলার মাহেশের রথই বাংলার প্রাচীনতম রথ, অনুমান ইতিহাসবিদদের। ঐতিহ্যের সেই রথযাত্রা এবার পা দিল ৬২৫ বছরে। করোনা আবহে এ বছরও হচ্ছে না মাহেশের রথযাত্রা। তবে বিশেষ পূজার্চনা হবে। এবার মাসির বাড়ি যাবেন না জগন্নাথদেব। তার বদলে, নারায়ণ শিলাকে নিয়ে প্রথমে পদব্রজে রথের চারপাশে ঘোরানো হবে। এরপর নিয়ে যাওয়া হবে ১ কিলোমিটার দূরে মাসির বাড়িতে। মন্দির চত্বরে তৈরি করা হয়েছে অস্থায়ী মাসির বাড়ি। সেখানেই রাখা হবে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram