ঢাকে পড়ল কাঠি, রথের দিন খুঁটি পুজো দিয়ে শুভারম্ভ বহু দুর্গা পুজোর

Continues below advertisement
আজ রথযাত্রা (Rath Yatra 2021)। বাংলার বিভিন্ন প্রান্তের পারিবারিক রথযাত্রার ইতিহাসও বেশ প্রাচীন। এই দিন অনেকেই পারিবারিক কুলদেবতাকে রথে বসিয়ে রথ টানেন। কলকাতার বিভিন্ন বনেদি বাড়িতে রথের দিন দুর্গা কাঠামো পুজো করার রীতি রয়েছে। শোভাবাজার রাজবাড়ির বোর্ড অফ ট্রাস্টির সদস্য দেবরাজ মিত্র বলেন, "এই দিন প্রথমেই রথের পুজো হয়। তারপর রথ টানার রীতি রয়েছে। এর পরেই দুর্গাপুজোর কাঠামো পুজো হয়। এই কাঠামো দিয়েই মায়ের হাত বানানো হয়।" সর্বজনীন পুজোর ধাঁচে এখন শুরু হয়েছে খুঁটি পুজোও। এভাবেই রথযাত্রার হাত ধরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসবের ঢাকে কাঠি পড়ে যায়।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram