Sadhan Pandey Demise: আজ নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সাধন পাণ্ডের|Bangla News

আজ সাধন পাণ্ডের (Sadhan Pandey) শেষকৃত্য। আজ সকাল সাড়ে ৮টা নাগাদ পিস ওয়ার্ল্ড থেকে সাধন পাণ্ডের মরদেহ নিয়ে যাওয়া হবে কাঁকুড়গাছির বাড়িতে। সেখান থেকে গোয়াবাগানের পৈত্রিক বাড়ি ঘুরে বিধানসভায় নিয়ে যাওয়া হবে। সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন বিধায়করা। এরপর নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। গতকাল রাত সোয়া ১টা নাগাদ মুম্বই থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় সাধন পাণ্ডের মরদেহ। সঙ্গে ছিলেন স্ত্রী ও মেয়ে। বিমানবন্দরে দীর্ঘদিনের সতীর্থকে শেষ শ্রদ্ধা জানান সুজিত বসু, অতীন ঘোষ, শশী পাঁজা, তাপস রায়-সহ তৃণমূলের কর্মী, সমর্থকরা। এরপর দেহ নিয়ে যাওয়া হয় পার্ক সার্কাসের পিস ওয়ার্ল্ডে। সেখানে উপস্থিত ছিলেন সোহম চক্রবর্তী ও মিমি চক্রবর্তী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola