Sarada Scam Probe: সারদাকাণ্ডে ইডি দফতরে কুণাল ঘোষ

সারদাকাণ্ডে (Sarada Scam) আবার তলব কুণাল ঘোষকে (Kunal Ghosh)। মঙ্গলবার সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে (CGO Complex) পৌঁছন তিনি। তার কাছে সারদা সংক্রান্ত আর কী কী নথিপত্র রয়েছে সেই বিষয়েই জিজ্ঞাসাবাদ করবেন ইডি-র আধিকারিকরা। মিলেছে নতুন তথ্য, দাবি ইডির (ED)। ‘নোটিস পেয়েছি, যাব, আগেও সহযোগিতা করেছি, এখনও সহযোগিতা করব’, প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেস মুখপাত্রের। ‘নোটিস পৌঁছনোর সময় বাড়ি ছিলাম না’, জানালেন কুণাল ঘোষ

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola