Saradha Scam Update: সারদা মামলায় জামিন দেবযানী মুখোপাধ্যায়ের, তবে এখনই কাটছে না বন্দিদশা

Continues below advertisement

সারদা মামলায় (Saradha Scam) জামিন পেলেন দেবযানী মুখোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের (CHC) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জামিন দেয়। সিবিআইয়ের (CBI) দায়ের করা আরসি সিক্স মামলায় এই জামিন। এর সঙ্গে সঙ্গে এরাজ্যের সবকটি মামলাতেই জামিন পেলেন তিনি। কিন্তু তাতেও দেবযানী মুখোপাধ্যায়ের বন্দীদশা কাটছে না। কারণ ভুবনেশ্বর, ওড়িশা, ঝাড়খণ্ডে চলা একাধিক মামলায় জামিন না মেলায় এখনও জেলবন্দি থাকতে হবে তাকে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram