Saraswati Puja 2021: মন্ত্রোচ্চারণের সঙ্গে তবলা বাজিয়ে সরস্বতী-বন্দনা বিক্রম-জয়ার বাড়িতে

আজ ঘরে ঘরে বাগদেবীর আরাধনা। কিছু কড়াকড়ি থাকলেও পুজোতে সামিল প্রত্যেকেই। ইতিমধ্যেই পুজো হয়ে গিয়েছে বিক্রম ঘোষ (Bikram Ghosh) ও জয়া শীলের (Jaya Sil) বাড়িতে। এখানকার অভিনবত্ব এটাই যে মন্ত্রোচ্চারণের সঙ্গে বাজানো হয় তবলা। এভাবেই মাতৃবন্দনা করেন এই শিল্পী দম্পতি। 'আমাদের সরস্বতী পুজো ৩৭ বছরে পা দিল', বাবা শঙ্কর ঘোষের কথা প্রসঙ্গে জানালেন বিক্রম ঘোষ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola