SSC Case: তিন তৃণমূল বিধায়কের প্যাডে লেখা সুপারিশের চিঠি! প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়
Continues below advertisement
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পর্ষদের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি। প্রশ্ন ভুলে বাড়তি নম্বর মামলায় পর্ষদের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট। ‘তৃণমূল বিধায়করা নিজেদের লেটার হেডে নাম লিখে সুপারিশ করেছেন’, প্রাথমিকে চাকরি প্রার্থীদের জন্য সুপারিশ করেছেন বলে দাবি মামলাকারীদের। তিন তৃণমূল বিধায়কের প্যাডে লেখা চিঠির প্রতিলিপি আদালতের কাছে দেওয়া হয়। অখিল গিরি, অসীম মাঝি, শুভ্রাংশু রায়ের লেটার হেডে করা সুপারিশ পত্র। সেই সুপারিশ পত্র পেশ করা হল প্রধান বিচারপতির কাছে। সুপারিশ পত্রের সঙ্গে জমা দেওয়া হল নামের তালিকাও।
Continues below advertisement