SSKM হাসপাতালের মধ্যেই 'যৌন হেনস্থা', অভিযোগ জানালে 'হুমকি' মহিলা চিকিৎসককে

Continues below advertisement

সরকারি হাসপাতালেই মহিলা চিকিৎসককে শ্লীলতাহানি (Molestation) ও হেনস্থার (Harassment) অভিযোগ। অভিযুক্ত দুজনও একই বিভাগের চিকিৎসক। থানায় ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দায়ের হয়েছে অভিযোগ। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)। ক্রিটিকাল কেয়ার ইউনিটের এক মহিলা চিকিৎসকের অভিযোগ, বিভাগেরই দুই সহকর্মী ওই দুই চিকিৎসক তাঁকে শ্লীলতাহানি ও হেনস্থা করেছেন। এই নিয়ে গত ২৭ মে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই চিকিৎসক। অভিযোগ করেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও। মহিলা চিকিৎসকের দাবি, তাঁকে হুমকিও দেওয়া হয়। যোগাযোগ করা হলেও এই নিয়ে ওই অভিযুক্ত দুই চিকিৎসক কোনও মন্তব্য করতে চাননি।  ফোনে যোগাযোগ করা হলে মন্তব্য করতে চাননি এসএসকেএম হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram