SSKM Operation: খেলতে খেলতে শ্বাসনালীতে পেরেক! অস্ত্রোপচারে প্রাণ বাঁচল আড়াই বছরের শিশুর
বয়স মাত্র আড়াই। হাতের সামনে যা মেলে তাই নিয়ে খেলে। আর খেলতে খেলতে নিজের অজান্তে বিপদ ডেকে এনেছিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ইটাহারের একরত্তি শিশু। বছর আড়াইয়ের শিশুর শ্বাসনালীতে আটকে গিয়েছিল দুই ইঞ্চির পেরেক। দুই সরকারি হাসপাতাল ঘুরে এসএসকেএমে চিকিৎসকদের তৎপরতায় বাঁচল প্রাণ। শিশুর পরিবার সূত্রে খবর, শনিবার সকালে বাড়ির সামনে বেড়া দেওয়ার কাজ চলছিল। সেসময় খেলতে খেলতে পেরেক গিলে ফেলে শিশু। মুখ দিয়ে রক্তপাত শুরু হয়। শিশুর পরিবার সূত্রে আরও খবর, প্রথমে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এক্সরে করে দেখা যায়, শ্বাসনালীতে আটকে রয়েছে পেরেকটি। রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসা পরিকাঠামো না থাকায় বিকেলে রেফার করা হয় মালদা মেডিক্যাল কলেজে। সেখানেও অস্ত্রোপচারের পরিকাঠামো না থাকায় রেফার করা হয় এসএসকেএমে। রবিবার ভোরে অ্যাম্বুল্যান্সে করে এসএসকেএমে এসে পৌঁছায় শিশুর পরিবার। সকাল সাড়ে আটটায় শুরু হয় অস্ত্রোপচার। বের করে আনা হয় দু'ইঞ্চির পেরেক। বিপদমুক্ত হলেও শিশুটিকে আইসিইউতে রাখা হয়েছে।
রামপুরহাটে পথ দুর্ঘটনায় দু'জনের মৃত্যু। আহত চার। তারাপীঠ থেকে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি গাছে ধাক্কা মারে। গাড়িটি তারাপীঠ থেকে বোকারো যাচ্ছিল।