Staff Special Metro: সোমবার থেকেই বাড়ছে মেট্রোর স্টাফ স্পেশালের সংখ্যা
বাড়ানো হল মেট্রোর স্টাফ স্পেশাল ট্রেন (Staff Special Train)। ৯০ থেকে বাড়িয়ে ট্রেনের সংখ্যা করা হল ১০৪। আগামী সোমবার থেকে চলবে বাড়তি ট্রেন। ট্রেনে যাতে যথাযথ সামাজিক দূরত্ব বজায় থাকে সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে যাঁরা কাজে বেরোচ্ছেন তাঁদের জন্য সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের। জানা যাচ্ছে, শেষ মেট্রোর সময় ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হল। অফিস টাইমে ৮ মিনিট অন্তর মেট্রো চলাচল করবে বলে জানা যাচ্ছে।
একইসঙ্গে, জ্বালানির মূল্যবৃদ্ধি অব্যাহত। কলকাতায় পেট্রোলের (Petrol) দাম ১০১ টাকা পার। ডিজেলের (Diesel) দাম ৯৩ টাকা ছুঁইছুঁই। লিটার প্রতি ৩৯ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা ১ পয়সা। বেড়েছে ডিজেলের দামও। লিটার প্রতি ৩২ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম ৯২ টাকা ৯৭ পয়সা। এর আগেই অবশ্য রাজ্যের বেশ কয়েকটি জেলায় পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে। জ্বালানির দামবৃদ্ধিতে পণ্য পরিবহণের খরচ বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের।