Kolkata Transport New Thought: যানজট এড়াতে তিলোত্তমায় এবার রোপওয়ে আর মনোরেল?

Continues below advertisement

কলকাতার গণপরিবহনে রোপওয়ে ও মনোরেল তৈরির ভাবনা রাজ্যসরকারের। সোমবার মেট্রো প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখতে নির্মাণকারী সংস্থা আরভিএনএল (RVNL ) ও কেএমআরসিএল (KMRCL)-এর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পরিবহন মন্ত্রী, পরিবহন সচিব ও কলকাতার পুলিশ কমিশনার। কলকাতার গণপরিবহনের উপর চাপ কমাতে জলপথে যাতায়াতের উপর জোর দিচ্ছে রাজ্য সরকার। এই বিষয়ে বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী।

পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, 'মেট্রোর সঙ্গে বৈঠক করেছি, কবে কাজ শেষ হবে, তা জানতে চেয়েছি। কী কী করতে চাইছে, পরিবহণকে কীভাবে ঢেলে সাজানো যায়, সেটা দেখা হচ্ছে। যেখানে মেট্রো পৌঁছবে না, সেখানে লাইট ট্রান্সপোর্ট...রোপওয়ে, মনোরেলের কথা ভাবা হচ্ছে.''

২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর, গঙ্গাপাড়ের সৌন্দর্যায়নের কাজ শুরু হয়। কলকাতার গণপরিবহণের উপর চাপ কমাতে, জলপথে যাতাযাতের উপর জোর দিচ্ছে রাজ্য সরকার। এ’বিষয়ে বিশ্বব্যাঙ্কের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram