Strand Road Fire: স্ট্র্যান্ড রোডে অগ্নিকাণ্ড স্থলে পৌঁছালেন পুরমন্ত্রী Firhad Hakim
নন্দরাম মার্কেটের দুঃস্বপ্ন ফিরল স্ট্র্যান্ড রোডে। স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের অফিসে ভর সন্ধ্যায় বিধ্বংসী আগুন। ১৩ তলা থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ল নীচের দিকে। অফিস টাইমে স্ট্র্যান্ড রোডে ভয়াবহ আগুন। ছড়িয়ে পড়ার আশঙ্কায় খালি করা হল আশেপাশের ভবন। বাবুঘাট থেকে হাওড়া পর্যন্ত দীর্ঘক্ষণ বন্ধ যান চলাচল। অগ্নিকাণ্ডে পাঁচ থেকে ছয় জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দমবন্ধ হয়ে পাঁচ-ছয়জন দমকলকর্মীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিপর্যস্ত উত্তর পূর্ব সীমান্ত রেলের বুকিং। প্রায় চার ঘণ্টা পরেও নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন। রেলের সার্ভার রুমে ছড়িয়ে পড়ে আগুন। পূর্ব ভারতে অনলাইন বুকিং বন্ধ। রেল অফিসারের এক রক্ষীর মৃত্যুরও আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ফিরহাদ হাকিম বলেন, "ফোর্স কাজ করছে। কজন মারা গেছেন তা জানার চেষ্টা করা হচ্ছে। ১৩ তলা পর্যন্ত উঠতে পারিনি। রেসকেউ ফোর্স উপরে গেছে। আগুন নিয়ন্ত্রণে এসে গেছে।"