Strand Road Fire: অগ্নিনির্বাপণের জন্য যথেষ্ট ব্যবস্থা ছিল না, বলছেন ভাগ্যক্রমে প্রাণে বাঁচা কর্মী

Continues below advertisement

গতকাল স্ট্র্যান্ড রোডে (Strand Road) পূর্ব রেলের (Eastern Railway) অফিসে বিধ্বংসী আগুন লাগে। ৪ জন দমকল কর্মী সহ ৯ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। ঘটনাস্থলে পুলিশ, দমকল ও আরপিএফ আধিকারিকরা। ঘটনায় রেল দফতরের ওই বিল্ডিংয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থা (Firefighting system) নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে এক রেলকর্মী জানান, গতকাল কাজ করে তিনি বিকাল ৫টা নাগাদ অফিস থেকে বেরিয়ে যান। তখন কোনও সমস্যা ছিল না। আগুন যেখানে লেগেছিল সেই ১৩ তলায় কাজ করতেন অন্তত ১০০ জন কর্মী। ওই তলে ৩টি অগ্নিনির্বাপক সিলিন্ডার ছিল, কিন্তু অটোমেটিক সিস্টেম ছিল না বলে জানান তিনি। আর এক কর্মী জানান, ১ বছর আগেই সংস্কার করা হয়েছিল অফিস। তিনি জানান, অগ্নিনির্বাপণের জন্য তেমন কোনও ব্যবস্থা ছিল না। অন্যদিকে দমকল এবং পুলিশও গাফিলতির কারণেই এই ভয়াবহ ঘটনা বলে মনে করছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram