Subrata Mukherjee: বাড়ি ফেরার কথা ছিল শুক্রবার, তার আগেই চিরবিদায় নিলেন সুব্রত মুখোপাধ্যায় | Bangla News
তাঁর কর্মব্যস্ত জীবনে ছুটি বলে কিছু ছিল না, কিন্তু দীপাবলির রাতে চিরছুটিতে চলে গেলেন সুব্রত মুখোপাধ্যায়। কথা ছিল শুক্রবার বাড়ি ফিরবেন, কিন্তু আর ফেরা হল না।
২৪ অক্টোবর, রবিবার স্ত্রী ছন্দবাণী মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে এসএসকেএম-এ চেকআপে যান সুব্রত মুখোপাধ্যায়। কিন্তু, হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সেদিনই পঞ্চায়েতমন্ত্রীকে ভর্তি করা হয় এসএসকেএম মেডিক্যাল কলেজে। হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে গঠন করা হয় ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড। পরীক্ষায় সুব্রত মুখোপাধ্যায়ের হৃদযন্ত্রে ব্লকেজ পাওয়া যায়। কার্ডিওলজি বিভাগের আইসিসিইউ-তে চিকিৎসা শুরু হয় সুব্রত মুখোপাধ্যায়ের। অক্সিজেন ও বাইপ্যাপ সাপোর্টে রাখা হয় তাঁকে। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় গত সোমবার পঞ্চায়েতমন্ত্রীর অ্যাঞ্জিওপ্লাস্টি করে দু’টি স্টেন্ট বসানো হয়। এরপর আইসিসিইউ-তেই রাখা হয় সুব্রত মুখোপাধ্যায়কে।
গত বুধবার তাঁকে কার্ডিওলজি বিভাগের কেবিনে স্থানান্তরিত করা হয়। পরদিন সকালে সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় উডবার্ন ওয়ার্ডের কেবিনে। বিকেলে শশা দিয়ে মুড়ি খান পঞ্চায়েতমন্ত্রী। রাতে খেতে চেয়েছিলেন চিকেন স্যুপ। এরপর চিকিৎসকের পরামর্শে উডবার্ন ওয়ার্ডের করিডরে হাঁটাহাঁটি করেন সুব্রত মুখোপাধ্যায়। কিন্তু ফেরার পর ফের বুকে অস্বস্তি। সঙ্গে সঙ্গে চিকিৎসকদের খবর পাঠানো হয়। দেওয়া হয় বাইপ্যাপ সাপোর্ট। কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি। সুব্রত মুখোপাধ্যায়কে পাঠানো হয় কার্ডিওলজি বিভাগের আইসিসিইউ-র ৯ নম্বর বেডে। কিন্তু, ততক্ষণে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। দুঃসংবাদ এল, সুব্রত মুখোপাধ্যায় আর নেই!
কিন্তু, যে মানুষটি ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন, বুধবারও হাসপাতালে বসে ফাইলে সই করেছেন, তাঁরই হঠাৎ কী এমন হল? দুটো স্টেন্ট বসানোর পরও কেন হার্ট অ্যাটাক? পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে সিওপিডি-র সমস্যা ছিল সুব্রত মুখোপাধ্যায়ের। সমস্যা ছিল হৃদযন্ত্রেও। আগেও অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছিল পঞ্চায়েতমন্ত্রীর। চিকিৎসকদের একাংশের মতে, স্টেন্ট বসানোর পরও কোনও কোনও ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে।
ভোটের প্রচার, পুজোর কর্মব্যস্ততা, নিত্য জনসংযোগ, এটাই ছিল সুব্রত মুখোপাধ্যায়ের দৈনন্দিন জীবনের অঙ্গ। সেই সদাহাস্যময় রাজনীতিবিদই চিরবিদায় নিলেন।