Suvendu Adhikari: 'TMC রাজ্য ও কলকাতা পুলিশের সহায়তায় কাউকে ভোট দিতে দেয়নি', অভিযোগ শুভেন্দুর।Bangla News

Continues below advertisement

বিধানসভার পোর্টিকোতে বিক্ষোভ প্রদর্শন করছে রাজ্য বিজেপি (BJP)। রয়েছেন দুই সাসপেন্ডেড বিধায়ক। কোচবিহারেরে বিধায়ক মিহির গোস্বামী, এবং পুরুলিয়ার সুদীপ মুখ্যার্জী। এই দুই বিধায়ককে চলতি অধিবেশনের জন্যে সাসপেন্ড করা হয়েছে। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আগেই বলেছিলেন, উত্তরপ্রদেশের ফলাফল আসার পর নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়বে পদ্ম শিবির। আজ ফলাফল আসার পর রাজ্য বিজেপির উৎসাহ উদ্দীপনা নজর কাড়ার মত। শুভেন্দু অধিকারী বলেন, "রাজ্যের কোনও পুরসভায় জনগণ ভো‌ট দিতে পারেন নি। তৃণমূল রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের সহায়তায় কাউকে ভোট দিতে দেয়নি।  ভোট দিয়ে গেছেন স্বর্গ থেকে নেমে আসা দ্বিজেন মুখোপাধ্যায়ের মত সঙ্গীত শিল্পীরা। আমাদের অন্তত ২০ জনেরও বেশি বিধায়ক, ‌যাঁরা পুর এলাকার বাসিন্দা হয়েও কেউ ভোট দিতে পারেন নি।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram