Swatilekha Sengupta Demise: 'অসামান্য অভিনেত্রীর পাশাপাশি দক্ষ সঙ্গীতজ্ঞও ছিলেন', স্বাতীলেখার স্মৃতিচারণায় পৌলমী বসু

Continues below advertisement

প্রয়াত নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta)। দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। আজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের তরফে জানা যাচ্ছে, তাঁর মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে বা নান্দীকারে নিয়ে যাওয়া হবে না। সরাসরি হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে। তাঁর স্মৃতিচারণে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসু (Poulami Bose) বলেন, "উনি যে কেবল একজন অসামান্য অভিনেত্রী ছিলেন তা তো নয়, উনি একজন দক্ষ সঙ্গীতজ্ঞও ছিলেন। নান্দীকারকে যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন, নান্দীকারকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, তা শিক্ষণীয়।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram