Teacher Transfer: শিক্ষক-বদলিতেও ঘুষ! CID তদন্তের নির্দেশ বিচারপতির ।Bangla News
Continues below advertisement
শিক্ষক বদলিতে ঘুষ চাওয়ার অভিযোগ, তদন্তের নির্দেশ হাইকোর্টের। ডিআইজি-সিআইডিকে তদন্তের নির্দেশ হাইকোর্টের, ১ মাসে রিপোর্ট তলব। ‘বদলির পিছনে কাজ করছে কি কোনও বৃহত্তর চক্র?’ সিআইডিকে খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ হাইকোর্টের। পঃ মেদিনীপুরের মানসুকা লক্ষ্মীনারায়ণ হাইস্কুলের শিক্ষকের এক শিক্ষক বদলির আবেদন করেন। স্কুলের পরিচালন কমিটির সদস্যের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে। নো অবজেকশন সার্টিফিকেটের জন্য ১ লক্ষ ২৫ হাজার টাকা চাওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। হাইকোর্টে দু’জনের কথোপকথনের অডিও পেশ করা হলে, তা শোনেন বিচারপতি।
Continues below advertisement
Tags :
Kolkata High Court ABP Ananda Bengali News ABP Ananda Digital Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ SSC Teacher Transfer West Bengla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ