ভোটের মুখে বেহালার চণ্ডীতলায় খাটু শ্যামের মন্দির উদ্বোধন করলেন তারক সিংহ
বেহালার চণ্ডীতলায় উদ্বোধন হল নতুন একটি মন্দিরের। ওই এলাকায় প্রায় চারশো বছরের পুরনো চণ্ডীমন্দিরের সংস্কারের কাজ চলছে। উদ্যোক্তাদের পরিকল্পনা, পাঁচটি মন্দির স্থাপনের। এবার ভোটের মুখে খাটু শ্যামের মন্দিরের উদ্বোধন করলেন তৃণমূল নেতা ও মন্দির পরিষদের সভাপতি তারক সিংহ।