Terrorist Arrest from Kolkata: শহরের রাজপথে ফেরিওয়ালা-ফল বিক্রি করত ধৃত ৩ JMB জঙ্গি!
Continues below advertisement
কলকাতার বুকেই কয়েকমাস ধরে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল ৩ জন জেএমবি জঙ্গি। ইতিমধ্যেই তাদের গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স। হরিদেবপুরে দু’টি ঘর ভাড়া নিয়ে থাকত তারা। বাড়ি ভাড়া নেওয়ার সময় বলেছিল তাদের আধার কার্ড রয়েছে। কিন্তু বাড়ির মালিককে আধার কার্ড বা তার কোনও কপি তারা দেয়নি। এই তিন জঙ্গিকে ওই বাড়িতে নিয়ে যায় সেখ সাকিল। এই সেখ সাকিলও তার ভুল পরিচয় দিয়েছিল। পুলিশের দাবি, একাধিক নাম ব্যবহার করত সাকিল। ওই তিন জঙ্গি ফেরিওয়ালা ও ফল বিক্রির কাজ করত বলে জানা গেছে। বাড়ির মালিক বলেন, ‘সেলিম মুন্সি এদের আমার বাড়িতে নিয়ে আসে। আমার বাড়ি ভাড়া নেওয়ার ২ দিন পরেই তাদের গ্রেফতার করা হয়।’ এইভাবেই ভুয়ো পরিচয় দিয়ে কলকাতার একটি ঘনজনবসতিপূর্ণ এলাকায় থাকত ৩ জঙ্গি।
Continues below advertisement
Tags :
Kolkata ABP Ananda Kolkata Police ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla JMB Militants Militanks