কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব নিলেন Soumen Mitra
Continues below advertisement
ভোটের আগে কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব নিলেন সৌমেন মিত্র (Soumen Mitra)। প্রাক্তন কমিশনার অনুজ শর্মার থেকে আজ সকালেই দায়িত্ব বুঝে নেন তিনি। সাংবাদিক সম্মেলনে কমিশনার মিত্র জানান কলকাতা তথা গোটা বাংলায় সামনে ভোট। কলকাতা পুলিশ পেশাদার ভাবেই ভোটের কাজ করবে। সমস্ত কর্তব্যই কলকাতা পুলিশের কাছে সমান। কলকাতায় নতুন নতুন সাইবার ক্রাইম উঠে আসছে। সে গুলোর উপরেই নজর দেয়ার কথা ভাবছেন কলকাতার নতুন পুলিশ কমিশনার।
Continues below advertisement
Tags :
ABP Ananda Kolkata Police ABP Ananda LIVE Soumen Mitra Kolkata Police New Commissioner CP Kolkata