Theater Road Murder: খুন করার আগে বৃদ্ধার ফ্ল্যাটেই লুকিয়েছিল ধৃত গাড়িচালক | Bangla News

Continues below advertisement

২৪ ঘণ্টার মধ্যে থিয়েটার রোডে বৃদ্ধা খুনের কিনারা। থিয়েটার রোডের অবসরপ্রাপ্ত শিক্ষিকা খুনের কিনারা করল পুলিশ। হুগলির (Hooghly) ডানকুনি থেকে গ্রেফতার প্রাক্তন গাড়িচালক দুধকুমার ঢল। বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুনের পর টাকা ও গয়না নিয়ে পালায় সে। মৃত বৃদ্ধার পরিবারের দাবি, '২ বছর বাড়ির গাড়ির চালক ছিল দুধকুমার। খুনের আগের রাতে আত্মগোপন দুধকুমারের। খুনের আগে বৃদ্ধার ফ্ল্যাটেই লুকিয়ে ছিল আততায়ী। সকলে ঘুমানোর সুযোগ নিয়ে বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুন করে। এরপর টাকা-গয়না হাতিয়ে চম্পট দেয় সে।' শুধুই লুঠের উদ্দেশ্য নাকি নেপথ্যে পুরনো আক্রোশ? এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram