Tiljala Firing: ছাদ টপকে পালাচ্ছে দুষ্কৃতী, পিছনে পুলিশ, যেন রিলের দৃশ্য রিয়েলে!।Bangla News

Continues below advertisement

ফিল্মি কায়দায় একের পর এক ছাদ টপকে পালানোর চেষ্টা গুলিকাণ্ডে অভিযুক্তদের। ধাওয়া করল পুলিশ। শ্যুটআউটের ঘটনায় সাতসকালে তিলজলায় এমন দৃশ্যের সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ৭টা নাগাদ প্রতিবেশী রাজু রাইকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি চালায় স্থানীয় দুষ্কৃতী জীবোধ রাই। বোমাও ছোড়া হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। আহত হন রাজু ও তাঁর বাবা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram