Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের টিকাকরণের বিশেষ উদ্যোগ

Continues below advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পারসনস উইথ ডিজেবিলিটির ছাত্র-ছাত্রীদের টিকাকরণ কর্মসূচি শুরু হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। রেজিস্টার স্নেহমঞ্জু বসু জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রশাসক ও কর্মীদের টিকাকরণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই উদ্যোগেই শামিল করা হলো প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদেরও। এর পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা কোভিড ওয়ারিয়র হিসেবে কাজ করছেন সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের টিকাকরণের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার ১৮ জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী করোনার টিকা পেয়েছেন। যেহেতু যাতায়াতের জন্য যানবাহনের একটু সমস্যা রয়েছে তাই ছাত্র-ছাত্রীরা নিজের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছলেও তাদেরকে বাড়ি ফেরার দায়িত্ব নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই। যেহেতু শারীরিক প্রতিবন্ধীদের চলাফেরার ক্ষেত্রে কোনও কিছুর অবলম্বন সব সময় প্রয়োজন হয় তাই তাদের সংক্রমণের আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। তাই তাদেরকে বাড়তি গুরুত্ব দিয়ে যে আলাদা করে টিকাকরণের ব্যবস্থা করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার জন্য প্রতিবন্ধী ছাত্র ছাত্রীরা সাধুবাদ জানিয়েছেন রেজিস্টার ও উপাচার্যকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram