Vijaya Dashami 2021: রীতি মেনে শোভাবাজার রাজবাড়ির প্রতিমা বিসর্জন । Bangla News

Continues below advertisement

মাঝগঙ্গায় সরে গেল জোড়া নৌকা। উমার শ্বশুরবাড়িতে ফেরার বার্তা নিয়ে ওড়ানো হল প্রতীকী নীলকণ্ঠ পাখি। ঘরের মেয়েকে এবারের মতো বিদায়। শোভাবাজার রাজবাড়ির মহাপুজোর মতোই বিসর্জন-পর্ব এমনই দর্শনীয়। নিজস্বতায় স্বতন্ত্র। পরিবারের প্রবীণ থেকে নবীন, স্ত্রী-পুরুষ সবাই হাজির হন বিসর্জনে৷ এতকাল ধরে চলে আসা রীতি ২৬৫ বছরেও একইরকম রয়ে গেছে। দশমীর সকালে পুজোর পর দর্পণে হয় বিসর্জন। এরপর প্রতিমাকে বরণ করে, কনকাঞ্জলি দিয়ে বিদায় জানানো হয় মহামায়াকে৷ রুপোর থালায় দশভুজার উদ্দেশ্যে নিবেদন করা হয় চাল, সোনা ও পান৷ ৪০ জন বাহকের কাঁধে চেপে শোভাযাত্রা করে বাগবাজার ঘাটে রওনা দেন ঘরের মেয়ে। সেই সময় ৬০টি গ্যাস বেলুনের সাহায্যে ওড়ানো হয় শোলার নীলকণ্ঠ। এবারের মতো দেবী-বিদায়। একবছরের প্রতীক্ষা। অপেক্ষায় থাকে রাজা নবকৃষ্ণ দেবের বাড়ির ঠাকুরদালান, ঝাড়বাতি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram