Kolkata Waterlogging: রাত পেরোলেও জল নামেনি শহরের একাধিক রাস্তায়

Continues below advertisement

গতকাল দুপুরে কলকাতায় প্রবল বৃষ্টি (Kolkata Rain) হয়েছে। এরপর রাত পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে শহরে। রাত পেরোলেও এখনও ডায়মন্ড হারবার রোড (Diamond Harbour Road) সহ শহরের একাধিক রাস্তায় এখনও জল জমে রয়েছে। ডায়মন্ড হারবার রোডের বিভিন্ন অংশে এখনও জল জমে থাকার ছবি ধরা পড়েছে ক্যামেরায়। পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা শুরু হয়েছে।

কলকাতায় (Kolkata) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। তার জেরে গতকাল ব্যাপক বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় প্রবল বজ্রপাত ও মুষলধারে বৃষ্টি হয়। আজও সেই একইরকম পরিস্থিতির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। দফায় দফায় আজও দিনভর বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস, কলকাতার আশেপাশের জেলাগুলিতেও বৃষ্টি হবে। পাশাপাশি উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department) তরফে।

করোনা (Corona) আবহে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে প্রবেশিকা নয়। নেওয়া যাবে না ভর্তির আবেদনের ফি। ২ আগস্ট থেকে শুরু স্নাতকে ভর্তির প্রক্রিয়া। ক্লাস শুরু হবে অক্টোবরের শুরুতে। ১ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তরে ভর্তি শুরু। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram