WBCS Exam Preparation: ভীতি নয়, ছোটবেলার পড়াকে মনে রেখেই শুরু হোক WBCS-এ বিজ্ঞানের প্রস্তুতি | Bangla News

কলকাতা: প্রতিদিনের জীবনে বিজ্ঞান- যাঁর সঙ্গে পরিচিত আমরা সবাই। জীবনের গণ্ডি পেরিয়ে পরীক্ষাতেও বিজ্ঞানের (Science) কতটা তা আর বলার অপেক্ষা রাখে না। একেবারে স্কুলস্তর (School Level) থেকে উচ্চশিক্ষা (Higher Study), প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞানের বিভিন্ন অংশ থাকে পাঠ্যসূচিতে। একইভাবে এই বিষয় পড়তে হয় WBCS পরীক্ষার্থীদেরও। বিজ্ঞানের সিলেবাসে কোন কোন অংশ রয়েছে? কীভাবে শুরু করবেন পড়া? তা নিয়ে এবিপি লাইভে আলোচনা করলেন কোচবিহারে কর্মরত Asst Registrar of Cooperative Societies সায়ন্তন ঘোষ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola