West Bengal Election 2021: রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ ভিত্তিহীন, অভিষেকের স্ত্রীকে নোটিস সিবিআই প্রসঙ্গে শমীক ভট্টাচার্য
কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে নোটিশ সিবিআইয়ের। তদন্তে নেমে কয়লাকাণ্ডে ঘটনায় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে বলে খবর সিবিআই সূত্রে। নোটিশ নিয়ে কালীঘাটের বাড়িতে হাজির হন সিবিআই আধিকারিকরা। সিআরপিসি ১৬০ ধারায় অভিষেকের স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই আধিকারিকরা। তাঁকে তাঁর বাড়িতেই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে। এই প্রসঙ্গে তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে অভিযোগ, তাঁরা প্রতিহিংসা পরায়ণ হয়ে কুৎসা রটাতে সিবিআইকে ব্যবহার করছেন। এই অভিযোগ নস্যাৎ করে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, তদন্তকারীরা নোটিশ দিয়েছেন। তদন্তের গতি বৃদ্ধি হলে বলা হয় রাজনৈতিক ষড়যন্ত্র, অন্যদিকে তদন্তের গতি শ্লথ হলে বলা হয় বিজেপি-তৃণমূল আঁতাত। এই অভিযোগই করেছেন তিনি। তদন্তের ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে বিজেপির কোন হাত নেই বলে দাবী শমীকের। তদন্তে সত্য উঠে আসবে বলে আশাবাদী তিনি।