Kultoli: কুলতলিতে বাড়ছে বাঘের আতঙ্ক। Bangla News

Continues below advertisement

৩ দিন পার, কুলতলিতে বাড়ছে বাঘের আতঙ্ক। চারিদিক ঘেরা হচ্ছে জাল দিয়ে, দেওয়া হয়েছে ছাগলের টোপ। খাঁচাবন্দি করা গেল না রয়্যাল বেঙ্গলকে। গরানকাঠি থেকে বাঘটি পালিয়ে আসে পিয়ালি নদীর ধারের একটি গ্রামে। খাঁচা পেতে ও ছাগলের টোপ দিয়ে বাঘ ধরার চেষ্টায় বন দফতর। ডিএফও দক্ষিণ ২৪ পরগনা গোটা বিষয়টির তত্ত্বাবধানে রয়েছেন। 


বড়দিনকে স্বাগত কলকাতার৷ কেকের সুবাস, রঙিন আলোর সাজে উত্সবমুখর পার্ক স্ট্রিট৷ সান্তার উপহারের অপেক্ষায় কচিকাঁচারা। জমিয়ে শীত নেই তো কী! বড়দিনে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, কেক। এসব তো আছে। আর তাই নিয়েই উত্সবে মাতোয়ারা গোটা কলকাতা। দরজায় কড়া নাড়ছে নতুন বছর। সপ্তাহভর চলবে আগামী বছরকে সাদরে বরণ করে নেওয়ার প্রস্তুতি। বড়দিন এবং বছর শেষের উত্‍সব উপলক্ষে জোরদার নিরাপত্তা কলকাতায়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram