
Maha Kumbh stampede: মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, ফের কুম্ভমেলা চত্বরের কাছে তাঁবুতে আগুন !
ABP Ananda LIVE: মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, এবার কুম্ভমেলা চত্বর থেকে ৬ কিলোমিটার দূরে তাঁবুতে আগুন । ১৯ জানুয়ারির পর এবার ৩০ জানুয়ারি, ফের কুম্ভমেলা চত্বরের কাছে তাঁবুতে আগুন । আজ দুপুর ২ : আগুন লাগে প্রাইভেট টেন্টে । দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনল দমকল, হতাহতের কোনও খবর নেই
পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের পর ফার্মা ইমপেক্স ল্যাবরেটরির ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের পর ফার্মা ইমপেক্স ল্যাবরেটরির ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ । স্যালাইন সহ বিভিন্ন ওষুধ রাজ্য সরকারকে সরবরাহ করে ফার্মা ইমপেক্স ল্যাবরেটরি । বারুইপুরে সংস্থার কারখানায় সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরিদর্শনের পর সিদ্ধান্ত । ২১, ২২, ২৩ জানুয়ারি পরপর ৩ দিন পরিদর্শন সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের । ওষুধে কিছু ত্রুটি পাওয়ায় উৎপাদন বন্ধের নোটিস । ত্রুটি সংশোধন না হওয়া পর্যন্ত । ফার্মা ইমপেক্স ল্যাবরেটরি ওষুধ উৎপাদন বন্ধ রাখবে, নোটিস সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের । পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের আর এল স্যালাইন ব্যবহার করে মেদিনীপুর মেডিক্যালে ১ প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠে