
Kumbhamela 2025: কুম্ভমেলায় দুর্ঘটনা, মৃত্যু বহু পুণ্যার্থীর। যোগীকে নিশানা অখিলেশের
ABP Ananda Live: মহাকুম্ভে মৃত্যুমিছিল, পুণ্যস্নানে গিয়ে প্রাণ গেল বিজয়গড়ের বৃদ্ধার । এত পুণ্যার্থীর মৃত্যুর পরও চরম অব্যবস্থা । বৃদ্ধার ডেথ সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ । ডেথ সার্টিফিকেট ছাড়া কীভাবে মিলবে ক্ষতিপূরণ? । মহাকুম্ভে চরম অব্যবস্থা, যোগী সরকারকে নিশানা অরূপ বিশ্বাসের । 'দেহ হস্তান্তরের নথিতে কোনও সরকারি আধিকারিকের সই নেই' । 'একটি কাগজে বৃদ্ধার ছেলেকে দিয়ে সই করিয়ে নেওয়া হয়' । প্রয়োজনে FIR করব, হুঁশিয়ারি তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্তর সোমবার ছেলে-মেয়ে-বোনের সঙ্গে প্রয়াগরাজ গেছিলেন বাসন্তী পোদ্দার । মৌনী অমাবস্যার স্নানের সময় পদপিষ্ট হয়ে মৃত্যু বিজয়গড়ের প্রৌঢ়ার।
পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের পর ফার্মা ইমপেক্স ল্যাবরেটরির ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের পর ফার্মা ইমপেক্স ল্যাবরেটরির ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ । স্যালাইন সহ বিভিন্ন ওষুধ রাজ্য সরকারকে সরবরাহ করে ফার্মা ইমপেক্স ল্যাবরেটরি । বারুইপুরে সংস্থার কারখানায় সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরিদর্শনের পর সিদ্ধান্ত । ২১, ২২, ২৩ জানুয়ারি পরপর ৩ দিন পরিদর্শন সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের । ওষুধে কিছু ত্রুটি পাওয়ায় উৎপাদন বন্ধের নোটিস । ত্রুটি সংশোধন না হওয়া পর্যন্ত । ফার্মা ইমপেক্স ল্যাবরেটরি ওষুধ উৎপাদন বন্ধ রাখবে, নোটিস সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের । পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের আর এল স্যালাইন ব্যবহার করে মেদিনীপুর মেডিক্যালে ১ প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠে।