Kunal Ghosh: যাঁরা তৎকাল বিজেপি তাঁদেরকে ফু দিয়ে উড়িয়ে দিতে এসেছেন দিলীপ ঘোষ: কুণাল
ABP Anand LIVE: যাঁরা তৎকাল বিজেপি তাঁদেরকে ফু দিয়ে উড়িয়ে দিতে এসেছেন দিলীপ ঘোষ: কুণাল। প্রধানমন্ত্রীর সভায় যাবেন দিলীপ ঘোষ। ১৮ তারিখ দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় যাবেন দিলীপ। ১৭ তারিখ দুর্গাপুরের উদ্দেশে রওনা দেবেন দিলীপ। এখনও দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি: দিলীপ। দুর্গাপুরে দিলীপ গেলেও, মঞ্চে থাকবেন কিনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা।
SSC বিধি চ্যালেঞ্জ করে মামলা, শুনানি শেষ, রায়দান স্থগিত
SSC বিধি চ্যালেঞ্জ করে মামলা, শুনানি শেষ, রায়দান স্থগিত। 'আমার তথ্য অনুযায়ী সুপ্রিম কোর্টে প্রায় ১৮০টি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে'। আদালতে জানালেন রাজ্যের আইনজীবী কিশোর দত্ত। 'কোন বিধি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হবে সেটা চাকরিপ্রার্থীরা ঠিক করতে পারেন না'। 'সুপ্রিম কোর্টের রায়ে কোথাও বলা নেই যে ২০১৬ সালের বিধি অনুযায়ী নিয়োগ করতে হবে'। 'কমিশনের কাছে আজকের দিনে দাঁড়িয়ে তিনটি বিধি আছে, ২০১৬-২০১৯-২০২৫'। SSC-বিধি চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলায় সওয়াল রাজ্য সরকারের ।