Kunal Ghosh : প্রি পেড ট্যাক্সি পর্যন্ত ভাড়া করতে দেওয়া হচ্ছে না, অভিযোগ কুণাল ঘোষের I TMC News

ABP Ananda LIVE : পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন বিজেপির সাংসদ-বিধায়ক। আর ঠিক তারপরই প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় পাল্টা তৃণমূলের পার্টি অফিসে হামলা চালানো হয়েছে। তৃণমূলের অভিযোগ, ত্রিপুরায় বিজেপি বিধায়ক দাঁড়িয়ে থেকে এই কাজ করিয়েছেন। এই পরিস্থিতিতে আক্রমণ পাল্টা আক্রমণে উত্তপ্ত রাজনীতি! এরই মধ্যে আগরতলায় পৌঁছয় তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধিদল। সেখানে পৌঁছে আবার এক নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়। তৃণমূলের প্রতিনিধিদের এয়ারপোর্টের বাইরেই যেতে দেওয়া হচ্ছে না , দাবি করেন কুণাল ঘোষ, সুস্মিতা দেবরা। তখন তাঁরা বসে পড়েন এয়ারপোর্টের বাইরের মাটিতেই। 

আগরতলা এয়ারপোর্টে পুলিশের সঙ্গে দৃশ্যত তর্কাতর্কি বেঁধে যায় তৃণমূলের প্রতিনিধিদের। তাঁরা জানান, আগে থেকে প্রশাসনকে জানিয়েই তাঁরা ত্রিপুরা এসেছেন। আর পুলিশ জানায়, তাঁদের কাছে এই সংক্রান্ত কোনও তথ্যই ছিল না। এদিকে কুণাল ঘোষ দাবি করেন, তৃণমূলের প্রতিনিধিদের নিতে যে চারটি গাড়ি এসেছিল, তার তিনটিকেই ফেরত পাঠিয়ে দিয়েছে ত্রিপুরার পুলিশ। রয়েছে একটি গাড়ি। একটি গাড়িতে তো এতজনের যাওয়া সম্ভব নয়। কুণাল ঘোষ জানান, তাঁরা প্রি-পেড ট্যাক্সি ভাড়া করতেও চেয়েছিলেন। কিন্তু পুরো এয়ারপোর্টে তৃণমূলের লোকেদের পার্টি অফিসে নিয়ে যাওয়ার মতো কোনও ট্যাক্সিই নেই ! এরপর তাঁরা ফের অনুরোধ করেন গাড়ি আসতে দেওয়ার জন্য। কিন্তু এমনই অচলাবস্থা চলতে থাকে। তখন তৃণমূলের প্রতিনিধি দল বলে, মাত্র ১টি গাড়ি পেলে, মালপত্র গাড়িতে রেখে, সবাই মিলে হাঁটব। তবে কুণাল ঘোষ জানান, পুলিশ জানিয়েছে গাড়ি রওনা হয়ে গিয়েছে, আসছে, রাস্তায় গাড়ি আটকানো হবে না। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola