কেন্দ্রের গাইডলাইন নিয়ে কী বলছেন চিকিৎসক কুণাল সরকার?
লকডাউনের সময়সীমা বাড়াবার পাশাপাশি, দেশের হটস্পটগুলোকে চিহ্নিত করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। চিকিৎসক কুণাল সরকার বলছেন, নতুন গাইডলাইনে হয়তো আমাদের কিছু কিছু কাজ শুরু করার অনুমতি দেওয়া হবে। পাশাপাশি তাঁর অনুমান, হয়তো যে জায়গাগুলো স্পর্শকাতর নয়, সেখানে আমরা চলাচল করতে পারব।
Tags :
Dr. Kunal Sarkar COVID-19 Latest Narendra Modi LIVE Abp Ananda Coronavirus Update Coronavirus Covid-19