Ladakh Army Tank Accident: লাদাখে নিয়ন্ত্রণরেখার কাছে ট্যাঙ্ক সমেত নদীতে তলিয়ে গেলেন পাঁচ জওয়ান।

Continues below advertisement

ABP Ananda Live: লাদাখে নিয়ন্ত্রণরেখার কাছে ট্যাঙ্ক সমেত নদীতে তলিয়ে গেলেন পাঁচ জওয়ান। ট্যাঙ্কে চেপে নদী পেরনোর মহড়া চলছিল সেখানে। সেই সময় আচমকাই নদীর জলস্তর বেড়ে যায় বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় সেনার জুনিয়র কমিশনড অফিসার সমেত মোট পাঁচ জওয়ান মারা গিয়েছেন। সঙ্গে সঙ্গে উদ্ধারকার্য শুরু হলেও বাঁচানো যায়নি ওই জওয়ানদের। (Ladakh Army Tank Accident) লাদাখের পূর্বে, লেহ্-র দৌলত বেগ ওল্ডি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেনা সূত্রে খবর, শনিবার ভোরবেলা সেখানে মহড়া চলছিল। একটি T-72 ট্যাঙ্কে চেপে JCO এবং চার জওয়ান নিয়োমা-চুসুল এলাকায় নদী পেরোচ্ছিলেন। সেই সময় আচমকাই নজীর জলস্তর বেড়ে যায়। জলের ধাক্কায় ক্রমশন বসে যেতে থাকে ট্যাঙ্কটি। শেষ পর্যন্ত নদীর জলে সলিল সমাধি ঘটে  পাঁচ জনের। (Line of Actual Control) সেনার তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, 'সেনাবাহিনীর পাঁচ জওয়ান, একজন JCO এবং চার জওয়ান নদী পেরনোর সময় দৌলত বেগ ওল্ডি এলাকায় প্রাণ হারিয়েছেন। পাঁচজনের দেহই উদ্ধার করা গিয়েছে'। ঘটনা ঘটার পর সঙ্গে সঙ্গেই উদ্ধারকার্য শুরু হয়। কিন্তু জলের গতিশক্তি বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত হওয়ায় কাউকে বাঁচানো যায়নি।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram