Sikkim Landslide: উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন aপ্রায় ২ হাজার পর্যটক। ABP Ananda Live

উত্তর সিকিম (North Sikkim) বিচ্ছিন্ন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন প্রায় ২ হাজার পর্যটক। যুদ্ধকালীন পরিস্থিতিতে রাস্তা উদ্ধারের কাজেও ব্যাঘাত ঘটাচ্ছে বৃষ্টির জের। মানগান থেকে চুংথাংয়ের (Mangan to  Chungthang) রাস্তা পুরোপুরি বন্ধ। নাথুলা বা ছাংগুর রাস্তাও। জানা যাচ্ছে, সেই অঞ্চলেই আটকে পড়েছেন সবথেকে বেশি পর্যটক। টুং এলাকার কয়েকটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, কার্যত দু'কুল ছাপিয়ে বইছে ঝোরা বা পাহাড়ি নদী। জলের তোড়ে অনেক জায়গাতেই রাস্তায় নেমেছে ধসও। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola