Akshardham Temple: মার্কিন মুলুকে সর্ববৃহৎ হিন্দু মন্দিরের উদ্বোধন
মার্কিন (USA) মুলুকে সর্ববৃহৎ হিন্দু মন্দিরের (Hindu Temple) উদ্বোধন। নিউ জার্সিতে খুলে গেল অক্ষরধামের (Akshardham temple) দরজা। এটি আমেরিকার সবচেয়ে বড় হিন্দু মন্দির। ইতালি (Italy) থেকে এসেছে মার্বেল পাথর। বুলগেরিয়া থেকে আনা হয়েছে লাইমস্টোন। ১২ বছর ধরে তৈরি হয়েছে এই অক্ষরধাম মন্দির। সাড়ে ১২ হাজার স্বেচ্ছাসেবকের শ্রমে তৈরি মন্দির।
Tags :
Akshardham Temple